sliderস্থানীয়

রুমায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

লোঙা খুমি,রুমা,(বান্দরবান)প্রতিনিধি : বান্দরবানে রুমা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত অনুযায়ী গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এই সময় ‌ বিএনপির দুর্দিনের ত্যাগী নেতা কর্মীর বৃন্দ উপস্থিত থেকেই সোমবার সকাল দিকে রুমা বাজার সংলগ্ন এলাকায় গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করেন। পরে রুমা বাজার বটগাছের তলায় সমাবেশের দেশ ক্রান্তী লগ্নের, দল দূর্দশা, দল পাগল ইদ্রিস মিয়া সঞ্চালনায় বিএনপি নেতা লুপ্রূ মার্মা,ভানরৌপুই বম বক্তব্য দেন। বক্তব্যের বিএনপির নেতা লুপ্রূ মার্মা বলেন, দেশ সবারই তাই ভিন্নমতের মতাদর্শ গনতান্ত্রিক চর্চা সব দলের সমান সাংবিধানিক অধিকার দিতে হবে। মূহুর্তে দেশের মানুষ ভালো নেই গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কমাতে হবে। সাধারণ জনগনের ট্যাক্সের চলা রাষ্ট্রীয় টাকা জনগনের সাথে তামাশা করা সামিল ‌! তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা দাবি জানান। প্রত্যাহার কৃত সভাপতি জিংসমলিয়ান বম‌ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন । পরে ইদ্রিস মিয়া সভাপতি অনুমতি সাপেক্ষে উপস্থিতি সকলকে আগামী দিনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সকল আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে‌ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button