sliderস্থানীয়

রাজশাহীর গোদাগাড়ীতে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পৃথিবী জুড়ে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দেখা দিয়েছে অতি বৃষ্টি ও অনাবৃষ্টি । বাংলাদেশ ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে অন্যতম। পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। চলতি বর্ষা মৌসুমে সারাদেশে সংগঠনের পক্ষ থেকে গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আজ ৮ জুলাই সকালে সবুজ আন্দোলন গোদাগাড়ী উপজেলা শাখা উদ্যোগে মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে “পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে করনীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির” আয়োজন করে।
সবুজ আন্দোলন গোদাগাড়ী উপজেলার সমন্বয়কারী মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলার আহ্বায়ক ইঞ্জি. জিয়া উদ্দিন আহমেদ জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আরিফুল ইসলাম আরিফ, ডা.স্বপন আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজশাহী জেলা এক সময় সবুজের জন্য বিখ্যাত ছিল। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত উন্নয়নের ফলে গাছপালা কমে যাওয়ার পাশাপাশি অবৈধ ইটভাটার কারণে ফসলি জমিসহ গাছপালার ক্ষতি হচ্ছে। পাশাপাশি পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। আগামীতে রাজশাহী জেলার প্রত্যেকটি অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আলোচনা সভা শেষে দেশীয় প্রজাতির আমের কাজ রোপন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় সদস্য মাহমুদুর রহমান, শাহাদাত হোসেন, বেলাল আহমেদ, নজরুল ইসলাম সহ উপজেলার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Back to top button