sliderশিরোনামস্থানীয়

রংপুর বিভাগের চার জেলায় নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় রংপুর, লালমনিহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ১৮ জন,
লালমনিহাট জেলায় ১৩ জন গাইবান্ধায় ১২ জন ও কুড়িগ্রাম জেলায় ১০ জন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু মঙ্গলবার সন্ধ্যায় জানান- আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, পুলিশ, সরকারী কর্মকর্তা, কর্মচারী, নার্সসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন। আক্রান্তরা হচ্ছেন- মিঠাপুকুরে তিন জন, বদরগঞ্জে দুই জন, গঙ্গাচড়ায় এক জন, পীরগঞ্জে এক জন, পীরগাছায় একজন, এনআরবিসি ব্যাংকের দুই কর্মকর্তা , চিকিৎসক এক জন, রমেকহা আরটিআই কর্ণারের এক জনসহ নগরীর ধাপ লালকুঠিতে দুই জন, তাজহাটে দুই জন, ধাপ শ্যমলী লেনে এক জন ও শালবন মিস্ত্রীপাড়ার এক জন রয়েছেন।
এ নিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৬৫৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২১৭ জন। জেলায় মারা গেছে ৩০ জন।
এছাড়াও লালমনিরহাট সদর উপজেলায় ছয় জন, হাতিবান্ধায় তিন জন, আদিতমারীতে দুই জন ও কালিগঞ্জে দুই জন জন, গাইবান্ধা সদর উপজেলায় ছয় জন, ফুলছড়িতে তিন জন, সুন্দরগঞ্জে দুই জন, পলাশবাড়ীতে এক জন এবং কুড়িগ্রাম সদর উপজেলায় ছয় জন, নাগেশ্বরীতে দুই জন, রাজারহাটে এক জন ও ভুরুঙ্গামারীতে এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button