sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাজ্যে প্রযুক্তির ত্রুটিতে কমে গেল করোনা আক্রান্তের সংখ্যা

যুক্তরাজ্যে প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজার হাজার করোনা আক্রান্তের সংখ্যা বাদ পড়েছে তালিকা থেকে। প্রতিদিন এ সংখ্যাটা প্রায় ১৬ হাজার।
বিবিসি জানায়, করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে দেরি হওয়ায় এ ঘটনা ঘটেছে। প্রযুক্তিগত ত্রুটিকেই এর পেছনে কারণ হিসেবে দেখছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যের করোনার তথ্য হালনাগাদে এ ক্রুটি ধরা পড়েছে বলে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ (পিএইচই) জানিয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ সময় প্রতিদিন ১৫ হাজার ৮৪১ জন আক্রান্ত তালিকা বাদ পড়েছেন।
প্রযুক্তিগত এ ভুলের কারণে গত সপ্তাহে সরকারি ড্যাশবোর্ডে করোনা আক্রান্তের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়েও কম ছিল।
পিএইচই জানায়, পজিটিভ আসা ব্যক্তিদের করোনা পরীক্ষার ফল জানিয়ে দেয়া হয়েছিল। কিন্তু তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা হয়নি। তবে শনিবার প্রযুক্তিগত এ ভুলের সমাধান করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৯৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ৩৫০ জন।

Related Articles

Leave a Reply

Back to top button