sliderস্থানীয়

যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির উদ্যোগে আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সকলকে ধৈর্য্য ধরতে হবে। বিগত দিনে যারা খুন-গুমের শিকার হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। যাতে আগামীতে কোন সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খুন গুমের পুনরাবৃত্তির সাহস না পায়।

সভায় তিনি আরো বলেন, আগামীর নির্বাচন বিএনপির জন্য খুব সহজ হবে না। জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। অর্ন্তবর্তীকালীন সরকার যাতে এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে ও সফল হতে পারে সেজন্য সর্বাত্মক সহায়তা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভা শেষে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button