মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও ভাল থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও আন্ধারমানিক নারী উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে আজ বিকেলে জয়নগর ড.যোসেফ মেমোরিয়াল হাসপাতাল মিলনায়তনে কমিউনিটি পর্যায়ে নারী ও কিশোরীদের মানসিক স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা উন্নয়নে-গ্রামীণ খেলাধুলা ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি রিমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিংকি আক্তারের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প কর্মী ঋতু রবি দাস।
স্বাগত বক্তব্য করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন ডা.ভজন কৃষ্ণ বনিক। আরও কথা বলেন আয়েশা রহমান কালচারাল একাডেমি এন্ড লাইব্রেরির কর্মকর্তা বাবু সুভাষ চক্রবর্তী, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন দেশের দশভাগ মানুষ মানসিক রোগী। আমার চারপাশের মানসিক রোগীদের আমরা ভালোভাবে গ্রহণ করবো এবং মূল্যায়নসহ বিশেষ যত্নে রাখবো।