sliderস্থানীয়

মানিকগঞ্জে দফায় দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত শতাধিক

মানিকগঞ্জে দফায় দফায় সংঘর্ষে তিন পুলিশ, তিন সাংবাদিক, আওয়ামী লীগের এক সিনিয়র নেতাসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া জেলার অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড অভিমুখে রওনা হলে পুলিশের বাধার মুখে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। এসময় বাসস্ট্যান্ড এলাকার কাঁচা বাজারের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে ছাত্রলীগ নেতাকর্মীদের সেখান থেকে প্রতিহত করে তাড়িয়ে দেয় আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মানিকগঞ্জে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কের রাজপথে অবস্থান নেন। সকাল ৮টার পর থেকে জেলার বিভিন্ন এলাকার স্কুল- কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অবস্থান নেন ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় মানরা এলাকা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পুরো এলাকা আন্দোলনকারীদের দখলে চলে যায়। আন্দোলনে সংহতি জানিয়ে বেলা ১১টার পর উপস্থিত হয়েছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা। এসময় তিনি ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সেদিকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। এদিকে আন্দোলনকারীরা বিকাল পৌনে চারটার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করেছে। এ সময় ভেতরের চেয়ার, বিলবোর্ড বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। তার আগে মানিকগঞ্জ খালপাড় এলাকায় ট্রাফিক পুলিশ অফিসে আগুন ধরিয়ে দেয়। তাছাড়া বেলা ১১টার পর মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে জেলা শ্রমিক লীগের অফিসও গুঁড়িয়ে দিয়েছে। দুপুর পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ খালপাড়ে অবস্থান নিলেও আন্দোলনকারীদের ধাওয়ায় তারা ওই এলাকা ছেড়েছে।

আন্দোলনকারীদের দমাতে দুপুরের পর থেকে একজন পুলিশ সদস্যকেও রাস্তাঘাটে দেখা যায়নি। বিকাল ৪টা পর্যন্ত মানিকগঞ্জ জেলা শহর ছিল আন্দোলনকারীদের দখলে। বিকাল সাড়ে চারটার দিকে খালপাড় এলাকায় পুলিশ পুনরায় অবস্থান নেয়।
মানবজমিন

Related Articles

Leave a Reply

Back to top button