মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: আজ বিকেলে মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো.তরিকুল ইসলামের সঞ্চালনায় কার্যক্রম অবহিত করেন ব্র্যাক,বারসিক,বিএনএসক, পাশা,আশা,সিআরপি,এসডিআই ইত্যাদিসহ জেলায় কর্মরত এনজিও প্রতিনিধিরা সংক্ষেপে তাদের কার্যক্রম পেশ করেন। এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা কে ফুলেল শুভেচছা জানান পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, ব্র্যাক এর সমন্বয়ক ওমর ফারুক, এসেড এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক মহোদয় বলেন-দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে এবং সরকারের সাথে সমন্বয় করে আপনাদের কার্যক্রম এগিয়ে নিতে হবে। এনজিওদের বিরুদ্ধে সনাতন অভিযোগগুলো কাটিয়ে আধুনিক ও কারিগরি সহায়ক হবে। কাজে যেন অভারলেপিং না হয় সেদিকে সচেতন থাকতে হবে।