slider

ভোমরা স্থলবন্দরের গেইট ভেঙে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক আটক

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে পিকআপ ভ্যান চালিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের গেইট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মো: জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল তাদের নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপসহ দু’জন ভারতীয় নাগরিককে আটক করে।

তাদের সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

পরে রাত দেড়টার দিকে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফ গোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ প্রতিবাদ জানানো হয়। প্রতিউত্তরে ভারতের বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদেরকে থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button