sliderউপমহাদেশশিরোনাম

ভারতে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়িয়েছে

চব্বিশ ঘণ্টার হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। তবে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ, মৃত্যু ৮০ হাজারেরও বেশি।
মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার ৮০৯ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ৭৭৬।
নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৭ জন। চিকিত্‍ৎসাধীন রয়েছেন ৯ লাখ ৯০ হাজার ৬১ জন, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ লাখ ৭২ হাজার ৮৪৫ জনের কভিড পরীক্ষা হয়েছে।
তবে মোট সুস্থতার সংখ্যার নিরিখে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত।
সোমবারও রবিবারের চেয়ে সামান্য কমেছিল দৈনিক সংক্রমণ। গত শনিবার দৈনিক আক্রান্ত ১ লাখের কাছাকাছি চলে যায়। মৃত্যু হয় ১ হাজার ২০১ জন আক্রান্তের। সেই তুলনায় রবিবারের পরিসংখ্যান কিছুটা কমে। একদিনে সংক্রমিত হয় ৯৪ হাজার ৩৭২। সেই সংখ্যা আরও কিছুটা কমে সোমবার। সে দিন ৯২ হাজার ৭১ জনের শরীরে মেলে করোনাভাইরাস। আর মঙ্গলবার একদিনের সংক্রমণ ৮৫ হাজারের নিচে নেমেছে।
এ দিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, সরকার ঠিক সময়ে দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল বলেই ১৪-২৯ লাখ মানুষকে করোনা সংক্রমণ থেকে বাঁচানো গেছে, প্রাণ বেঁচেছে ৩৭-৩৮ হাজার মানুষের। সোমবার লোকসভায় কভিড পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

Related Articles

Leave a Reply

Back to top button