slider

ভবদহের সমাধানসহ তিন নদী সংস্কার ও দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের ভৈরব ও কপোতাক্ষ নদ এবং মুক্তেশ্বরী নদী সংস্কার ও অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের নীলরতন ধর সড়কের ভৈরব নদ সংস্কার আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, ভৈরব নদ সংস্কার আন্দোলন ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন পক্ষে এক যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠন সমূহের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। এসময় উপস্থিত ছিলেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি আহ্বায়ক রনজিৎ বাওয়ালি, ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা হাসিনুর রহমান, তসলিম-উর-রহমান, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুত্তালিব, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য পাল, সদস্য অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, আজিজুর রহমান, শহিদুল ইসলাম, ভৈরব নদ সংস্কার আন্দোলনের সদস্য পলাশ বিশ্বাস, তরিকুল ইসলাম, নদী গবেষক মহিউদ্দিন, হরি গাংরাইল জলাবদ্ধতা নিরসন কমিটির সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, অবৈধভাবে মুক্তেশ্বরী দখল করে আদ্-দ্বীনের ভবন নির্মাণ করেছে। তাতে বাধা দিলেও কর্ণপাত করেনি। এছাড়া দ্রুত ভবদহ অঞ্চলে টিআরএম চালু না করলে ওই অঞ্চলে এলাকার ১২০ হাজার হেক্টর জমির মধ্যে ফসল হয়নি এবং আগামীতেও হবে না। কপোতাক্ষ নদে অবৈধ বাধা উচ্ছেদ ও ভৈরব নদের উজানে নদী সংযোগ প্রবাহমান নদী হিসাবে সংরক্ষণ করার দাবি করেন। সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবি সমূহ সরকার অবিহিত হবেন ও সরকার আইন আমলে নেবেন। এ বিষয়ে আগামী ১৯ এপ্রিল প্রেসক্লাব যশোরে আন্দোলনকারী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধি সভায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button