sliderস্থানীয়

বড়াইগ্রামে মহাসড়ক থেকে বাইসাইকেল আরোহীর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মহাসড়ক থেকে মিন্টু কারিগর(৫০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আগ্রান বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিন্টু উপজেলার জোয়াড়ি ইউনিয়নের জোয়াড়ি কারিগরপাড়া মৃত ইউসুফ কারিগরের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, নিহত মিন্টু লক্ষীকোল বাজারে দর্জির কাজ শেষ করে বাইসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অজ্ঞাত ওই ঘাতক গাড়িটি সনাক্ত করার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Back to top button