sliderস্থানীয়

বোয়ালমারীতে ওষুধ ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলো দুবৃর্ত্তরা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহরাইল বাজারের ওষুধ ব্যবসায়ী মুক্তি রাম মন্ডলের (৫০) পায়ের রগ কেটে আহত করে কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় মুক্তি রাম মন্ডলকে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নেওয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়। ওই ব্যবসায়ীর বাড়ি উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর কামারবাড়ি গ্রামে। তার এক ছেলে এক মেয়ে।

এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মার্চ) রাত ১০ টার দিকে সহরাইল বাজারের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী। বাড়ির সামনে পৌঁছালে ৫ থেকে ৬জন দুবৃর্ত্তরা তার রাস্তা রোধ করে তার কাছে থাকা টাকা দিয়ে দিতে বলে। সে টাকা দিতে রাজি না হওয়ায় তার হাত পা বেঁধে মারধর করে এবং তার ডান পায়ের গুড়ালোর রগ কেটে দিয়ে তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন তাকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফরিদপুর পাঠানো হয়।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.নাজমুল হাসান বলেন, মুক্তি রাম মন্ডল নামের একজনকে গত শুক্রবার রাতে হাসপাতালে আনা হয়েছিল। তাকে ফরিদপুর রিফার্ড করা হয়েছে। তার ডান পায়ের এ্যাংকেল জয়েন্ট কাটা ছিল।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ব্যবসায়ীর পায়ের রগ কাটার বিষয়টি কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button