বোয়ালমারীতে রেলওয়ে কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় মামলা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ে উর্ধতন কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রাজাড়ির ১৫ নং কাচারীর (ভূ-সম্পত্তি বিভাগ) মো. বাবু উর্ধতন কতৃপক্ষের নির্দেশে বাদি হয়ে শুক্রবার মামলাটি দায়ের করেন। মামলা নং ১৪। মামলায় স্বাস্থ্য সহকারী জিয়াউর রহমান সহ ৬ জনের নাম উল্লেখপূর্বক আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মো. বাবু শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় থানায় লিখিত অভিযোগ দিলে রাতে মামলাটি রেকড করা হয়। মামলায় কোন আসামি এখনও গ্রেপ্তার হয়নি।
জিয়াউর রহমান স্বাস্থ্য সেবা হিসেবে আলফা ডাঙ্গা উপজেলায় কর্মরত আছেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেলের জায়গায় জিয়াউর রহমানের মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে বড় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেওয়ান শামীম খান বলেন, মামলার নথিপত্র এখনও হাতে পাওয়া যায়নি। নথিপত্র হাতে পেলেই তদন্ত শুরু হবে এবং আসামিদের গ্রেপ্তারের অভিযান চলবে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম দ্রুতই শুরু হবে। এখন পর্যন্ত মামলার কোন আসামি গ্রেপ্তার হয়নি।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৭.১০.২৪) বোয়ালমারী স্টেশন এলাকায় রেলওয়ের ভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে আসামিরা সংঘবদ্ধ হয়ে জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত বোয়ালমারীর সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ঘটনার পর উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।