sliderস্থানীয়

বৈষম্য বিলোপ আইন-২০২২ বিষয়ে দলিত জনগোষ্ঠির প্রত্যাশা নিয়ে রংপুরে পরামর্শক সভা

রংপুর ব্যুরোঃ বৈষম্য বিলোপ আইন-২০২২ সংশোধনের মাধ্যমে দলিত জনগোষ্ঠির নাগরিক অধিকার নিশ্চিতের দাবী উঠেছে রংপুরে অনুষ্ঠিত পরামর্শক সভায়। বুধবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রানের উদ্যোগে সিটি কর্পোরেশন মিলনায়তনে ‘বৈষম্য বিলোপ আইন-২০২২; দলিত জনগোষ্ঠির প্রত্যাশা’ শীর্ষক আঞ্চলিক এ সভায় সামাজিক বৈষম্য রোধে শুধু আইন নয় আলাদা বৈষম্য কমিশন গঠন, এসডিজি অর্জনে দলিতদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিতেরও দাবী জানানো হয়। বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি অ্যাড. মনি লাল রবি দাসের সভাপতিত্বে পরামর্শক সভায় প্রধান অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী, মানবাধিকার কর্মী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. এএএম মুনীর চৌধুরী, ইরা হক, পরিত্রানের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের রংপুর জেলার সম্পাদক স্বপন কুমারসহ রংপুর বিভাগের ৮ জেলার দলিত সম্প্রদায়ের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button