বৈশ্বিক জলবায়ু ন্যায্যতার দাবিতে যুবদের সাইকেল যাত্রা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: নবায়নযোগ্য জ্বালানি নির্ভর জীবন চাই, জলবায়ু সুবিচার চাই, এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে মানিকগঞ্জের তরুণ জলবায়ু কর্মীদের সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার মানিকগঞ্জের সিংগাইর রোডে পালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাইকেল যাত্রা উদ্ভোদন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এসময়ে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ড. মোহাম্মদ ফারুক হোসেন, সাংবাদিক সাইফুল্লাহ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, শিমুল কুমার বিশ্বাস, সাইক্লিক ক্লাবের সভাপতি মো. মাসুম, উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম প্রমুখ।
বেসরকারি সংস্থা বারসিক এর সহযোগীতায় এবং মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাব,ইয়ুথ গ্রীন ক্লাব ও পালকের যৌথ আয়োজিত এই কর্মসূচিটি পালরা থেকে বালিরটেক কালিগঙ্গা ব্রীজে মানববন্ধন করে হরিরামপুর পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী কর্মসূচিতে ইয়ুথ গ্রীণ ক্লাবের সদস্য সচিব গাজী নাবিউর রহমান শাওনের সভাপতিত্বে বারসিক কর্মকর্তা মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলার নির্বাহী অফিসার কোহিনূর আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহিন তারেক,আবুল বাশার আব্বাসী, বারসিক কর্মকর্তা সত্ত রঞ্জন সাহা,শাহিনুর রহমান, গাজী শাহাদাত হোসেন বাদল,সামায়েল হাসদা, প্রমুখ। বক্তারা বলেন বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। মানিকগঞ্জের তরুনরা সারা বিশ্বে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট (গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক) পালনে সংহতি জ্ঞাপনে আমর গর্বিত। বৈশ্বিক পর্যায়ে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘ফ্রাইডেস ফর ফিউচার’-এর আন্দোলন ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’। এর সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচির সফলতা কামনা করছি। কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ জলবায়ু কর্মীদের হাতে ছিল নানা ব্যানার-ফেস্টুন। এতে জ্বালানি খাতের রূপান্তর, জ্বালানি মহাপরিকল্পনা সংশোধন, নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা, বিভিন্ন জ্বালানিনীতির সমন্বয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিপদ নিয়ে নানা স্লোগান লেখা ছিল। কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ জলবায়ু কর্মীরা দ্রুত এখনকার মহাপরিকল্পনা (আইইপিএমপি) সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা আইইপিএমপিতে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন যেখানে নবায়নযোগ্য শক্তির উৎসগুলো অগ্রাধিকার পাবে, যা সবার জন্য জ্বালানিব্যবস্থার একটি ন্যায্য রূপান্তর নিশ্চিত করবে। নিশ্চিত করবে জলবায়ু ন্যায়বিচার। কর্মসূচি থেকে তরুণেরা হরিরামপুর পদ্মা পারে ভাঙন রোধসহ জলবায়ুবান্ধব, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর জীবন গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।