sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম
বেতন-ভাতার দাবিতে শ্যামলীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্যামলীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার কর্মীরা।
‘ডায়নামিক গার্মেন্ট’ নামের একটি কারখানার কয়েকশ শ্রমিক বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সড়ক আটকে বিক্ষোভ করেন। এতে শ্যামলী হয়ে মিরপুর রোডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানায়, শ্রমিকরা সকালে ডায়নামিক গ্রুপের কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যানজট ছড়িয়ে পড়ে কলেজগেট থেকে আসাদগেইট পর্যন্ত।
এদিকে নিউ মার্কেট থেকে গাবতলীর পথে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার বিজয় কুমার তালুকদার জানান, তারা গার্মেন্টের মালিকপক্ষ এবং বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। পাশাপাশি শ্রমিকদেরও বোঝানো হচ্ছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য।