
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন ঠান্ডু স্মৃতি ফাউন্ডেশন।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করে সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা বশির উদ্দিন ঠান্ডু স্মৃতি ফাউন্ডেশন। শিক্ষা উপকরণ ও ক্রেষ্ট বিতরণ করেন প্রয়াত বশির উদ্দিন ঠান্ডুর কনিষ্ঠ পুত্র
কামরুল হাসান রাজীব নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, খুলনা।
তিনি বলেন শিক্ষার্থীদের পুরস্কৃত করে তাদের মধ্যে শিক্ষার স্পৃহা ও প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন। এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ভবিষ্যতে বৃত্তির ব্যবস্থা করব। এ সময় আরও উপস্থিত ছিলেন বশির উদ্দিন ঠান্ডুর বড় ছেলে, মেহেদী হাসান আরিফ উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক, প্রধান শিক্ষক বজলুর রহমান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।



