পতাকা ডেস্ক : বিশিষ্ট রাজনীতিবিদ ও শ্রমিক নেতা, ন্যাপ ভাসানীর মহাসচিব, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিদ্দিকুল ইসলাম হদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ কুদরত ই খোদা তোতন, সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হামীদ খান গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, ছিদ্দিকুল ইসলাম ছিলেন শ্রমিক কর্মচারী দের আন্দোলন সংগ্রামের প্রাণ। পরিবহন শ্রমিকদের আত্মার আত্মীয়। যে কোন বিপদে তার ইউনিয়ন সদস্য না হলেও তিনি শ্রমিকদের পাশে থাকতেন। তিনি অনেক শ্রমিক আন্দোলনের সফলতা অর্জন করে শ্রমিক আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের শ্রমিক আন্দোলন প্রভুত ক্ষতি গ্রস্থ হলো।