বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য খামারির মৃত্যু

মাহতাবুর রহমান, আমতলী : বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রামে ০৫ এপ্রিল বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোবাহান চৌকিদারের পুত্র শামীম চৌকিদার (৪২) নামে একজন মৃত্যুবরণ করেছেন। শামীম চৌকিদার পেশায় মৎস্য খামারি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে শামিম চৌকিদার নিজ খামারের বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি দেওয়ার সময় পাম্পটিতে সর্ট সার্কিট হয়ে যায়। এতে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার জান্নাতুল ফেরদৌস জানান, শামিম চৌকিদারকে হাসপাতালে আনার পরে আমরা পরীক্ষা করে দেখি এবং বুঝতে পারি হাসপাতালে পৌছানোর পূর্বেই শামিমের মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃতের স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি এটা একটা দূর্ঘটনা।