sliderস্থানীয়

বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন ডিসি শাহ মোজাহিদ উদ্দিন

ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানরে লামা উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে বন্যা পরবর্তী মতবিনিময় সভা করেন। পরে তিনি লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের জন্য আমাকে ব্যবহার করুন। আমি জনকল্যাণে ব্যবহৃত হতে চাই।

এ সময় লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো.আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্ক রানী দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস ও প্রিন্ট মিডিয়া এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Back to top button