slider

ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য মোস্তফা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : দীর্ঘ চাকরি জীবন শেষে ঘিওর থানা থেকে ফুল সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য এস এম মোস্তফা কামাল। রবিবার সকালে থানা প্রাঙ্গনে
নানা আয়োজনে দেয়া হয় বিদায়ী সংবর্ধনা ও উপহার সামগ্রী। অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে করে ঘিওর থানা থেকে দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, ওসি (তদন্ত) মোঃ জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে তাকে বিদায় জানান।

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল (কং./২৩৯) হলেন এস এম মোস্তফা কামালের বাড়ি
দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামে। চাকরি জীবনে কনস্টেবল মোস্তফা কামাল দেশের বিভিন্ন থানায় ৩৮ বছর সুনামের সহিত চাকুরী করেন।

বিদায় বেলায় অবসরে যাওয়া পুলিশ সদস্য মোস্তফা কামাল তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বিদায়বেলায় এমন আয়োজনে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান বলেন, আমরা একসঙ্গে থাকার স্মৃতিকে অন্তরে লালন করে একজন পুলিশ সদস্যকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদায় দিতে পেরেছি। পুলিশের প্রত্যেক সদস্যকে অবসরকালে এভাবেই বিদায় দেওয়া উচিত। বিদায় পুলিশ সদস্যকে উদ্দেশ্যে তিনি বলেন, আপনি চাকরী জীবনে সুনামের সাথে কাজ করেছেন। বিদায়ের পর মুহূর্তেও আপনি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন বলে আশাবাদী। আপনার কর্মে যাতে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ন থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button