sliderস্থানীয়

পিরোজপুরে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়ে হামলা আহত ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর হামলা করেছে ছাত্র লীগ পন্থী আন্দোলন কারীরা।

আজ সোমবার দুপুর ৩ টায় পিরোজপুরের শিল্পকলায় কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে পিরোজপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার শুরুতেই ছাত্রলীগের সাগর ও সানি গ্রুপ অতর্কিত হামলা শুরু করে, হামলার শুরুতে বলতে শোনা যায় তুই নাকি সমন্বয়ক হবি! এই বলেই কিল ঘূষি ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, জখম হয়ে রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিক রেদওয়ান মাটিতে লুটিয়ে পড়ে। এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। আহত আরও হলেন ইমরান সহ কয়েকজন। আন্দোলন করা বিএনপি পন্থী ছাত্ররা সমন্বয়কের দাবিতে তারাও হট্টগোল করে কেন্দ্রীয় সমন্বয়কদের ভূয়া ভূয়া বলে স্লোগান দেয়।
কয়েকদফা হট্টগোলের পর পুলিশ ও সেনাবাহিনী উপস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশের উপস্থিতি জানতে পেরে হামলাকারীরা পালিয়ে যায়।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, বলেন আমরা হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা ব‍্যাবস্থা নিব, হামলাকারীরা আমাদের কেউ না।
এসময় আরও উপস্থিত ছিলেন সানজানা আফিফা অদিতি, কেন্দ্রীয় সমন্বয়ক, এম এ সাঈদ, কেন্দ্রীয় সমন্বয়ক, হাসিবুল হাসান শান্ত, কেন্দ্রীয় সমন্বয়ক, সাব্বির উদ্দিন রিয়ন, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক, জিহাদ হোসেন সহ-সমন্বয়ক, শাহিদুল ইসলাম শাহিদ প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়, ফারিয়া সুলতানা লিজা, প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়।

Related Articles

Leave a Reply

Back to top button