sliderদূর্ঘটনাশিরোনাম

পাখির আঘাতে ‘ময়ূরপঙ্খী’র জরুরি অবতরণ

উড্ডয়নের পরপরই পাখির আঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’। আজ ১৪ অক্টোবর, সোমবার সকাল পৌনে নয়টার দিকে এঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজটির বিজি ০৮৪ ফ্লাইটটি সকাল ৮ টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেয়। এর কিছুক্ষণের মধ্যেই একটি পাখি আঘাত করায় পুনরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি বলেন, ‘বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।’ অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের সকাল সাড়ে দশটার দিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জরুরি অবতরণ করা ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটিতে ছিলেন ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী। আর ককপিক ও কেবিন ক্রু ছিলেন ৭ জন।

Related Articles

Leave a Reply

Back to top button