sliderস্থানীয়

পটিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু তালেব তালুকদার ইন্তেকাল করেছেন

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : পটিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা বাংলাদেশ ব্যংকের ম্যানেজার আবু তালেব তালুকদার (৭৯) ৭ জুন মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। (ইন্নে লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বাদে আছর পটিয়া উপজেলার হাইদগাঁও সাতগাউছিয়া দরবার শরীফের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রাষ্ট্রী মর্যাদায় দাফন করা হবে। এর আগে আজ সকালে বাংলাদেশে ব্যাংকের সামনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সভাপতি আবদুর রাজ্জাক, সহ সভাপতি এটিএম তোহা, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যকরি সদস্য এসএমএকে জাহাঙ্গীর, নুর হোসেন, আবেদুজ্জামান আমিরী, আহমদ উল্লাহ, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজু, সাংবাদিক এসএম রহমান, গোলাম কাদের, শাহজাহান চৌধুরী, মোঃ মহিউদ্দীন ওবায়দুল হক পিপলু, কাউসার আলম, আ.ন.ম সেলিম গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button