sliderস্থানীয়

পটিয়ায় কোটি টাকা জায়গা দখলের চেষ্টা, সংঘর্ষের আশংকা, থানায় অভিযোগ

পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া বৈলতলী রোড় আলম শাহ সড়ক সংলগ্ন এলাকায় রাতে অন্ধকারে কলিমুর রহমান নামে এক ব্যাক্তির কোটি টাকার মুল্যামানের জায়গা দখলে চেষ্টা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে । এ ঘটনায় মৃত হাজী দুূদু মিয়ার পুএ মোহাম্মদ কলিমুর রহমান বাদী হয়ে খানমোহনা এলাকার মৃত খলিলুর রহমানের পুএ মোহাম্মদ হোসাইন, বদরুছ মেহের বাড়ির মৃত আবদুস ছমদের পুএ মোঃ দেলোয়ার হোসেন, মৃত দুদু মিয়া পুএ মাহমুদুর রহমানের বিরুদ্ধে পটিয়া থানায় ও পৌরসভার মেয়র বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানা যায়, কলিমুর রহমানের দীর্ঘদিনের মৌরশী ও খরিদা ভোগদখলীয় জায়গা প্রতিপক্ষরা বহিরাগত সন্রাসী দলবল নিয়ে হাতে দা-কিরিচ লাঠি দেশীয় অস্ত্রশস্র নিয়ে গত ১৬ নভেম্বর বুধবার রাতে ১৮ নভেম্বর শুক্রবার ভোরে সীমানা প্রাচীর নির্মাণপুর্বক দখলের চেষ্টা করে । খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ গত শুক্রবার ৪দফায় ঘটনা স্থলে দখল কাজ বন্ধ করে দেয়। উক্ত বিরোধীয় জায়গা নিয়ে আদালতে মামলা নং৩৪ চলমান অবস্থায় বিজ্ঞ আদালত গত ৮ নভেম্বর ২২ ইং বিবাদীগনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দেন। কিন্তু প্রতিপক্ষরা তা না মেনে গায়ে জোরে বহিরাগত সন্রাসী দলবল নিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে মর্মে অভিযোগ তুলেন ভুক্তভোগী কলিমুর রহমান। উক্ত বিরোধীয় জায়গা দখল-বেদখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যেকোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, এসংক্রান্ত বিষয়ে আদালতের আদেশ ও থানায় অভিযোগ রয়েছে। উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button