sliderস্থানীয়

নোয়াখালীতে শিশু সন্তান নিয়ে পরীক্ষা দিতে এলেন মা

নোয়াখালী প্রতিনিধি : শিশু সন্তানকে নিয়ে এসএসসি পরীক্ষা দিতে এসেছিলেন নারগিস সুলতানা। সন্তানকে মায়ের কাছে রেখে পরীক্ষার হলে বসেন এই পরীক্ষার্থী। এ সময় ওই শিশুকে কোলে তুলে নিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

রবিবার (৩০ এপ্রিল) নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শিশুটির নানি শাহিন আক্তারের কাছ থেকে আবদুল্লাহ আল তাওসিবকে কোলে তুলে নেন তিনি।

জানা যায়, নোয়াখালীর আল মদিনা অ্যাকাডেমির এসএসসি পরীক্ষার্থী নারগিস সুলতানার দশম শ্রেণিতে থাকতে বিয়ে হয়। কিছু দিন আগে সন্তান ভূমিষ্ঠ হলেও পরীক্ষা দেবেন বলে প্রত্যয়ী ছিলেন তিনি। তাই সন্তান নিয়েই নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের আল ফারুক অ্যাকাডেমি স্কুলে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি ।

নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও কেন্দ্রসচিব মেহেরুন নেছা বলেন, ‘বাচ্চা কোলে নিয়েই এক শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে। নানির কোলে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করে সে। জেলা প্রশাসক অনেকক্ষণ শিশুটিকে কোলে রাখেন এবং সার্বিক খোঁজখবর নেন।’

শিশুটির নানি শাহিন আক্তার বলেন, ‘জেলা প্রশাসক এসে বাবুকে কোলে নিলেন। মেয়ের পড়াশোনার খবর নিলেন। অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়েছি কি না জিজ্ঞেস করেছেন। ১৮ বছর হওয়ার পর মেয়েকে বিয়ে দিয়েছি সেটা বলেছি। স্যার অনেকক্ষণ বাবুকে কোলে রেখেছেন।’

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্র সচিব থেকে জানতে পেরে আমি পরীক্ষার্থীকে দেখতে যাই। শিক্ষার্থীর মায়ের কাছে জানতে পেরেছি ১৮ বছর হওয়ার পর বিয়ে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button