
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়-এ শ্লোগানে নওগাঁর নিয়ামতপুর ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভুমি অফিস-এর আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
ভূমি সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, ডাঃ মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা তথ্য ও প্রযুক্তি অফিসার রাসেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ ইকবাল, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কুমার সরকার পিন্টু প্রমুখ। এ সময় উপজেলা ভুমি অফিস ও ৮ টি ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কমর্চারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিয়ামতপুর উপজেলা ভূমি সেবা সপ্তাহ চলবে ২৮ মে পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।