নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশন (ভূমি) রূপম দাস, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা বাদশা চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নিয়ামতপুর শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যনেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, নিয়ামতপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী সহ সেনাবাহিনী, আনসার ও উপজেলার বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্ততিমূলক সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিকনির্দেশনা প্রদান করা হয়। এবার উপজেলায় ৫৮টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।