
নাটোর প্রতিনিধি : প্রায় ২০ বিঘা পাট ও আখের জমি ঘেরাও করে আব্দুস সালাম (৫০) নামের এক শিশু ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার (২ জুন) বিকালে জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । আব্দুস সালামকে (৫০) গ্রেফতারের পর রবিবার (৩ জুন) আদালতে উপস্থিত করা হয়।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন আব্দুস সালামের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ তাকে ধরতে আসে। ওই সময় তিনি মসজিদ থেকে পালিয়ে পাশের আখ ক্ষেতে আÍগোপন করেন। এরপর আখ ক্ষেত থেকে পাশের পাট ক্ষেতে জায়গা বদল করেন। এ অবস্থায় পুলিশ স্থানীয়দের নিয়ে ২০ বিঘা শস্যক্ষেত ঘেরাও করে। পরে আটক হন অভিযুক্ত সালাম।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ওই মুয়াজ্জিন শাঁখাড়িপাড়ার গ্রামের বাসিন্দা। কিছুদিন আগে তার স্ত্রীর মৃত্যু হয়। এরপর থেকে বাড়িতে একা থাকতেন তিনি। তার বিরুদ্ধে স্থানীয় পাঁচ বছর বয়সী এক শিশুকে মোবাইলফোনে গেম খেলার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে। পরিবারের লোকজন শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ এলে বিকালে অভিযান চালিয়ে সালামকে আটক করা হয়। মামলার তদকর্মকত্র্া মোশাররফ হোসেন বলেন, ওই ঘটনায় নির্যাতনের শিকার শিশুর দাদী মামলা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।