sliderস্থানীয়

নাটোরে সন্ত্রাসীদের হামলায় ৩ বাস মালিক আহত

নাটোর প্রতিনিধি : নাটোরে বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন কে কেন্দ্র করে সমিতির কানাইখালি অফিসে অর্তকিত হামলায় ৩বাস মালিক আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে কানাইখালি এলাকায় জেলা বাস মিনিবাস মালিক সমিতির অফিসে বসে ছিলেন বাস মালিকরা। এসময় ৮ থেকে ১০জনের একটি সন্ত্রাসি দল অতর্কিত ভাবে অফিসে প্রবেশ করে হামলা চালায়। এসময় রাজকীয় পরিবহনের মালিক মজিবর রহমান, নাবিলা পরিবহনের বাবুল আকতার এবং হিমেল পরিবহনের আব্দুর রশিদ আহত হয়। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হামলার ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন। হামলায় জড়িতদের আটকের চেস্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের।
নাটোর জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতি আহবায়ক লক্ষণ পোদ্দার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি । না হলে ধর্মঘট সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ।

Related Articles

Leave a Reply

Back to top button