sliderস্থানিয়

নলছিটিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারে জমি দখলের অভিযোগ

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন (৪৮) ও তার শশুর আবুল কালাম (৬০) তার অনুসারিদের নিয়ে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সন্তোষ বিশ্বাসের ফসলি জমি জবর দখলের চেষ্টা করছে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়।

বুধাবার (২২ অক্টোবর) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে আযোজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন সন্তোষ বিশ্বসের পুত্র আকাশ বিশ্বস সুজিত (৪০)।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আকাশ বিশ^াস সুজিত অভিযোগ বলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন একটি ভুয়া নোটারি কাগজ বানিয়ে তার পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টা করে আসছে। গত ১৫-২০ দিন পূর্বে আনোয়ার হোসেন ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে আকাশ বিশ্বাস সুজিতের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি জবর দখল করতে যায়। এ সময় আকাশ বিশ^াস বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার সঙ্গীরা। এরপর গত ৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে আকাশ বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে হেনস্তা করার চেষ্টা করে অভিযুক্ত আনোয়ার হোসেন। ওই সময় আকাশ বিশ^াসের ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে সেখান থেকে চলে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার উল্লেখ করে নলছিটি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান আকাশ বিশ^াস সুজিত।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন,বিগত দিনে ইউপি সদস্য আনোয়ার হোসেন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার হুমকি ধমকির ভয়ে ২০২৩ সালে আকাশ বিশ^াসের বাবা সন্তোষ বিশ^াস তার দুই কন্যাকে নিয়ে ভারতে চলে যান। বর্তমানে এলাকায় তার আপন বলতে স্ত্রী ও ২ সন্তান ছাড়া আর কেউ নেই তাই আনোয়ার হোসেন ও তার শশুর আবুল কালাম ভয়ভীতি দেখিয়ে তাকেও দেশ ছাড়া করতে চায় বলেও জানান আকাশ বিশ^াস।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত আকাশ বিশ^াসের ৮ম শ্রেনীতে পড়ুয়া ছেলে তন্ময় বিশ্বস বলেন, তিনি রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই তাকে বিভিন্ন রকম ভয়ভতি প্রদর্শন করে ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার শশুর আবুল কালাম ।
সাংবাদিক সম্মেলনে আকাশ বিশ^াস তার স্ত্রী, পুত্র ও কন্যা উপস্থিত ছিলেন। শেষে তিনি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তাতায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, “আকাশ বিশ^াস থানায় অভিযোগ করেছে। প্রশাসন তদন্ত করে যে ব্যাবস্থা নিবে আমি তা মেনে নিব।”

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান,“বিষয়টি তদন্তের জন্য একজন এস আই কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা নেওযা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button