দীর্ঘ ক্যারিয়ারে এরই মধ্যে গড়েছেন অনেক রেকর্ড। হয়ে উঠেছেন ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বরাবরের মতো ২০২০ সালেও ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে থাকছে দারুণ কিছু রেকর্ডের হাতছানি। তাকানো যাক সে রকম পাঁচটি সম্ভাব্য রেকর্ডের দিকে।
সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়: এ পর্যন্ত নিজের ক্লাব ক্যারিয়ারে মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার, রিয়াল মাদ্রিদের হয়ে চারবার জিতেছেন এ শিরোপা। ২০২০ সালে জুভেন্তাসকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারলে সর্বোচ্চ ছয়বার এ শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করবেন রোনালদো। ১৯৫৬-১৯৬৬ পর্যন্ত সময়ে ফ্রান্সিসকো জেনতো রিয়ালের হয়ে মোট ছয়বার ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ শিরোপাটি জিতেছেন।
ইউরোয় সর্বোচ্চ গোল: এখনও পর্যন্ত চারটি ইউরো কাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে মোট ৯টি গোল করেছেন রোনালদো। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোল করার নিরিখে রোনালদো রয়েছেন ফ্রান্সের মিশেল প্লাতিনির সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে। ২০২০ টুর্নামেন্টে পর্তুগালের হয়ে একটি গোল করতে পারলেই রেকর্ডটি সম্পূর্ণ নিজের করে নেবেন রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে বেশি আটটি হ্যাটট্রিক করার রেকর্ড ইতিমধ্যেই রোনালদোর নামে রয়ছে। তবে এককভাবে নয়। এক্ষেত্রে পর্তুগিজ এই ফরোয়ার্ডের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে একটি হ্যাটট্রিক করলেই মেসিকে টপকে রেকর্ডটি এককভাবে নিজের করে নেবেন রোনালদো।
বিশ্বের সেরা তিনটি লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল: প্রথম ফুটবলার হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ’তে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়তে পারেন সিআর সেভেন। ইংল্যান্ড ও স্পেনে ইতিমধ্যেই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। চলতি মৌসুমে ইতালিয়ান লিগে ১০টি গোল করে যুগ্মভাবে চার নম্বরে রয়েছেন রোনালদো। মৌসুম শেষে বাকিদের পিছনে ফেরে সিরি আ’র সর্বোচ্চ গোল স্কোরার হলেই ইতিহাস গড়বেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১০৯টি গোল করার বিশ্বরেকর্ড রয়েছে ইরানের আলি দেইয়ের নামে। রোনালদো পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ৯৯টি গোল করেছেন। এ বছর জাতীয় দলের হয়ে আর ১১টি গোল করলেই রেকর্ডটি নিজের করে নেবেন রোনালদো।