
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে কালবৈশাখী ঝড় ও ব্যাপক বৃষ্টিপাতের ফলে মাঠের ধান ঘরবাড়ি, আম লিচু, শাকসবজি ও কলার বাগানসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার ভোররাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ো বাতাসের তাণ্ডবে টিনশেডের ঘরের চাল, শাকসবজি, কলা, আম ও লিচুর বাগানসহ সড়কের ধারে গাছপালা ও মাঠের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়ন, ইসবপুর, খেলনা, উমার, আগ্রাদ্বিগুন, জাহানপুর ও ধামইরহাট সদর ইউনিয়নে সড়কের ধারে লাগানো অসংখ্য গাছপালা ভেঙ্গে সড়কের আশেপাশের ধানক্ষেতে পড়ে যাওয়াসহ মাটির দেয়াল ও টিনশেডের ঘরের টিন দুমড়ে-মুচড়ে সড়কের আশেপাশে গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়। এছাড়াও কোথাও কোথাও গাছের ডাল ভেঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকতে দেখা গেছে।
শুধু তাই নয় উপজেলার বেশিরভাগ এলাকায় আম ও লিচু বাগানের গাছ গোড়া থেকে উপড়ে গিয়ে আম ও লিচু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার পুরো এলাকাজুড়ে দেখা গেছে এমন চিত্র।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের বলেন, উপজেলায় আম ও লিচুর বাগান আক্রান্ত হয়েছে ৪৭৫ হেক্টর, কলা ৫০ হেক্টর, শাকসবজি ৫০ হেক্টর এছাড়াও খেলনা এবং আগ্রাদ্বিগুন এলাকায় প্রায় ১০০ হেক্টর ধান হেলে পড়েছে।