দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি/২০২০-২১ এর আওতায় মাসকালাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুর-এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলাপ্রশাসক এস এম ফেরদৌস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ফৌজিয়া খান, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান আলী, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম, দৌলতপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দীন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: জাহানারা আক্তার অন্যান্য সুধী মণ্ডলী, উপকারভোগী কৃষক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী।