মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব প্রতিষ্ঠান গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও দোয়াত আলী আলিম মাদ্রাসার যৌথ আয়োজন আজ বিকেলে অত্র মাদ্রাসার সেমিনার কক্ষে বাল্য বিবাহ, রাগিং ও বুলিংসহ সামাজিক সহিংসতা প্রতিরোধ শিক্ষকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির ধারনা প্রদান করেন এ্যাডভোকেট শাহাদত হুসাইন সায়েম। আলোচনায় আরও অংশগ্রহণ করেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন,মাওলানা মো.আব্দুল খালেক, প্রভাষক আজিজুর নাহার,সহকারী শিক্ষক নাসরিন আক্তার, ইয়ুথ গ্রীণ ক্লাবের জেলা সহসভাপতি মিজানুর রহমান হৃদয় প্রমুখ।
সভাপতি বলেন আমরা সর্বদা কোরআন ও নৈতিক শিক্ষা দিয়ে সকল প্রকার সামাজিক সহিংসতা প্রতিরোধ শিক্ষার্থীদের সাথে শ্রেণিপাঠে আলোচনা করি। বক্তারা আরও বলেন সমস্যা হলো কোর্টে আইনের ফাঁক দিয়ে নোটারীর মাধ্যমে অনেক বাল্য বিবাহ ঘটে সেগুলো মোকাবিলা করতে হলে ছোট বড় সবাইকে সচেতন হতে হবে এবং কঠোর হস্তক্ষেপ করতে হবে।