জাতীয়শিরোনাম

দেশের ৩৮৭ চিকিৎসক করোনা আক্রান্ত

দেশে করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইনে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের মধ্যে ভাইরাসটিতে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশজুড়ে এ পর্যন্ত ৩৮৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কেবল ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৩১৭ জন চিকিৎসক।
সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশন ফর ডক্টরস্ সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার সাহেদ ইমরান জানান, করোনায় আক্রান্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন ঢাকায় ৩১৭ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রাম ১৫ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১০ জন, রংপুরে ৩ জন এবং ময়মনসিংহে ২৮ জন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ নামের এ সংগঠনটি সারাদেশের চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান নিয়মিত তুলে ধরছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button