sliderউপমহাদেশশিরোনাম

দুই দেশকে আরও কাছাকাছি আনতে চাই: রিভা গাঙ্গুলি

ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রিভা গাঙ্গুলি বলেছেন, ঢাকায় কাজের সুযোগ পাওয়ায় আমি আনন্দিত। ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের।আমি এই সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে চাই। দুই দেশকে আরও কাছাকাছি আনতে চাই।
শুক্রবার রাতে ঢাকায় পৌছে তিনি এসব কথা বলেন। রাত সাড়ে ৮টায় কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রিভা গাঙ্গুলি। ঢাকার ভারতীয় হাই কমিশনের ভারপ্রাপ্ত প্রধান আদর্শ সোয়াইকা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি ঢাকা থেকে গত ৭ জানুয়ারি বিদায় নিয়েছেন। শ্রিংলা বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তারই স্থলাভিষিক্ত হয়েছেন রিভা গাঙ্গুলি। তেত্রিশ বছরের ক্যারিয়ারে এই কূটনৈতিক রোমানিয়া, আলবেনিয়া ও মলদোভায় ভারতের রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কে কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় কূটনৈতিক পেশায় এটি হবে তার দ্বিতীয় অধ্যায়। এর আগে তিনি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখার প্রধান ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button