sliderখেলা

তাজিকিস্তানের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের

সংবাদ সম্মেলনে ক্রুইফ-মামুনুলরা যতই লড়াই করার কথা বলুক না কেন, মাঠের লড়াইয়ে সেটির ছিটেফোঁটাও লক্ষ্য করা যায়নি। আবারো তাজিকিস্তানের কাছে লজ্জা পেতে হল বাংলাদেশকে। এবারো সেই ৫-০ গোলের হার। এ যেন আগের ম্যাচটিরই পুনরাবৃত্তি দেখলো দুশানবে স্টেডিয়ামের দর্শকরা।

গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই তাজিকিস্তানের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার ম্যাচের ১৯ মিনিটেই গোলের সূচনা করেন তাজিকিস্তানের ফরোয়ার্ড জাহাঙ্গির এরগাশেন। তার একক নৈপুণ্যে করা গোলের রেশ কাটতে না কাটতেই আবারো ৩০ মিনিটে এগিয়ে যায় তাজিকিস্তান। এবারও সেই গোলদাতা জাহাঙ্গির। দুই গোলে এগিয়ে থেকে আরো চাপ সৃষ্টি করতে থাকে বাংলাদেশ ডিফেন্সে। ফলও পেয়ে যায় হাতে নাতে। ৩৩ মিনিটেই কর্ণার থেকে উমর বয়েভ গোল করে তাজিকিস্তানকে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে দেন।

বিরতি থেকে ফিরে এসেও চলছিল তাজিকদের গোল উৎসব। ৪৯ মিনিটে ফ্রি কিক অসাধারণ একটি গোল করেন দাবরাজভ। ৪ গোলে এগিয়ে থেকেও গোলক্ষুধা মিটছিল না তাজিকিস্তানের ফুটবলারদের। ৭১ মিনিটে হেড করে পঞ্চম গোলটি করেন উমেদজাভ শারিভব।

এদিন মামুনুল-জামাল ভূঁইয়ারা কেবল নিজেদের ছায়া হয়েই ছিলেন। ৫-০ গোলের হারে তাজিকিস্তান থেকে শুক্রবার বাংলাদেশ ফিরবে জাতীয় দল। এই হারের ফলে এশিয়ান কাপের বাছাই খেলা বাংলাদেশের জন্য আরও অনিশ্চিত হয়ে পড়লো।

৭ জুন তাজিকিস্তানের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ ঢাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button