শিক্ষাশিরোনাম

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ জানুয়ারি তিনটি, ৩০ ডিসেম্বর দুটি, ২৯ ডিসেম্বর চারটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া ২৬ ডিসেম্বর মধুর ক্যানটিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছিল।
বিস্ফোরণের ঘটনাস্থলগুলো ছিল কয়েক শ গজের মধ্যে। মূলত মধুর ক্যানটিন ও ডাকসু ভবন এলাকায় বিস্ফোরণের ঘটনাগুলো ঘটায় এসবের পেছনে কোনো রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো অপরাধীদের কাউকে খুঁজে বের করতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button