ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সবাই রাজধানীর বাসিন্দা।
বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তারা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন।
দেশে আরও ২২ জনের করোনা শনাক্তদেশে আরও ২২ জনের করোনা শনাক্ত
চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৪ জন। তবে এ বছর এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
অবশেষে কাজ শেষ করলো নাসার ইনসাইট ল্যান্ডারঅবশেষে কাজ শেষ করলো নাসার ইনসাইট ল্যান্ডার
উল্লেখ্য, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৪৮ জন। তবে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।