ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। ২ এপ্রিল মঙ্গলবার বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এবারের প্রতিপাদ্য বিষয় “সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা”। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)’র অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা সমাজসেবা উপপরিচালক মো: আল মামুন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফিজিওথ্যারাপি কনসালটেন্ট ডা. আল মনসুর, প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মো: আমিরুল ইসলাম, ফ্রীড মাতৃছায়া অটিষ্টিক শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাসহুরা বেগম হুরা প্রমুখ। এর আগে প্রতিবন্ধীদের মাঝে ৬টি টাই সাইকেল বিতরণ করা হয়।