sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে খেলনা পিস্তল নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা সদরের টাঙ্গন নদীর নিচ থেকে আগ্নেয়াস্ত্র (পিস্তল) মনে করে দুটি খেলনা পিস্তল নিয়ে এলাকায় চাঞ্চল্যকের সৃষ্টি হয়েছে। গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের টাঙ্গন নদীর ধারে এ ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধারের পর থেকে এলাকার লোকজন ছুটে আসেন একনজর দেখতে। স্থানীয়রা জানান, সকালে স্থানীয় দুই শিশু নদীতে মাছ ধরতে গেলে পিস্তল দুটি দেখতে পায়। প্রথমে তারা বুঝতে পারেনি এটি খেলনা পিস্তল। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো পর্যবেক্ষণ করে দেখেন এগুলো খেলনা পিস্তল।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, স্থানীয়রা সচেতন বলেই তারা সাথে সাথে পুলিশকে খবর দিয়েছে। আমি আশা করবো সকলে এভাবে সচেতন থেকে পুলিশের পাশে থেকে সাহায্য করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button