sliderস্থানীয়

চোখের ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না ইমরানের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মান্দারতলা নামক স্থানে সড়ক দূঘর্টার একদিন পর আহত ইমরান আহমেদ (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে মারা গেছে। ইমরান আহমেদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সুটারকান্টি গ্রামের বাসিন্দা। পিকআপের চালকের বাড়ি মাগুরা জেলার আমুড়িয়া গ্রামে।

জানা যায়, গত বুধবার ইমরান আহমেদ তার স্ত্রী ও এক মেয়েকে নিয়ে মধুখালী উপজেলার নওয়াপাড়া অটোভ্যানে চোখের ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখিয়ে দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে বোয়ালমারী মোহাম্মদপুর সড়কের ময়না মান্দারতলা নামক স্থানে পৌছালে বোয়ালমারী থেকে ছেড়ে যাওয়া পকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোভ্যানে থাকা ইমরান ও তার স্ত্রী আহত হয়। আহত অবস্থায় তাকে ময়না গ্রামের সমাজসেবক আশরাফুজ্জামান মিলন তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ইমরান ও তার স্ত্রী জান্নাতি বেগমকে (২৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমরান আহমেদকে নিয়ে ভর্তি করা হয়। পরের দিন সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় পিকআপ ও চালক কাবিয়ার মোল্যাকে (২৭) বোয়ালমারী থানা পুলিশ আটক করেন।

থানা অফিসার ইনচার্জ মুহ্ম্মদ আব্দুল ওহাব বলেন, সড়ক দূঘর্টানায় পিকআপ চালক আটক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Back to top button