
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৮ মার্চ শনিবার দাউদকান্দি উপজেলার চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পর্ব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা স্কাউট কমিশনার ও আহমদ পাবলিশিং হাউসের সত্ত্বাধিকারী মেছবাহউদ্দিন আহমদ।
সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের ওসি উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম ভুইঁয়া, এন মোহাম্মদ গ্রুপের সিও ওয়াহেদুজ্জামান মাসুদ ভুইয়া,চশই উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল পাটোয়ারী, সমাজ সেবক শরীফুল ইসলাম ও স্কুল পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সওদাগর সহ সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী।