sliderস্থানীয়

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে বাড়ির পিছনের পুকুরে পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আনভীর হোসেন উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা পলাশ জানায়, দুপুর ১২টার দিকে শিশু আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনের অনেক দূরে একটি পুকুরে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। এটা অসম্ভব কিভাবে পড়েছে, আল্লাহ ভালো জানে। বাড়ির পাশে দুটি পুকুর, কোনটিতে পড়ে নাই। অথচ বাড়ির পিছনের পুকুরে গিয়ে পড়েছে। রাস্তার মাঝে অনেক কাদা, এ বাচ্চা কিভাবে গেল। সব উপর আলাই ভালো জানে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানায়, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button