নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার
ঐতিহ্যবাহী বা,রা,ঠা উত্তরণ সংঘের খেলার মাঠে গতকাল দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন বানিয়াজুরী ইউনিয়ন গ্র্যাজুয়েট ফোরাম।
বিভিন্ন ইভেন্টে ক্রীড়া, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ, স্মরণ শক্তি দৌড়, যেমন পারো তেমন সাজো, মোরগ লড়াই, মোটর সাইকেল রেস ছাড়াও মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা দেয়া হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান শত শত মানুষ উপভোগ করেন।
বানিয়াজুরী ইউনিয়ন গ্র্যাজুয়েট ফোরামের আহবায়ক এডভোকেট আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোখতারুজ্জামান বাবু, সমাজ সেবক গোলাম জিলানী রঞ্জু বারাঠা উত্তরণ সংঘের সাবেক সভাপতি গোলাম রব্বানী বুলবুল, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক মো: জাহিদ হোসেন বাবুল, সদস্য সচিব মো: গালিব উল ইসলাম, সদস্য গোলাম মুক্তাদীর প্রমুখ।