বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সাকিব শেখ (৮) নামে এক শিশু নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই শিশু বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইজিবাইক চালক রিপন শেখের ছেলে। সাকিব তিন ভাই-বোনের মধ্যে ছোট।
জানা যায়, রবিবার বিকেলের দিকে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইজিবাইক চালক রিপন শেখের মা নাতি সাকিব শেখকে সাথে নিয়ে পার্শ্ববর্তী কুমার নদীতে গোসল করতে যায়। নদীর পাড়ে সাকিবকে একটি বল হাতে দিয়ে বসিয়ে রেখে তার দাদি কুমার নদীর পানিতে গোসলে নামেন। দাদি গোসল শেষে ফেরার সময় কুমার নদে নাতির বল ভাসতে দেখেন। পরে দাদির শোরচিৎকারে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে সাকিবের নিথর দেহ উদ্ধার করেন। সাথে সাথে সাকিবকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’