sliderখেলা

গোল আটকে রেকর্ড গিয়া’র

এক ম্যাচে প্রতিপক্ষের ১৪টি গোলের প্রচেষ্টা আটকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। শনিবার আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ডি গিয়া অনন্য এই রেকর্ড গড়েন।
এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে পয়েন্টের ব্যবধান কমাতে সমর্থ হয়েছে দ্বিতীয় স্থানে থাকা হোসে মরিনহোর দল। এর ফলে আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতেও বাড়তি অনুপ্রেরণা পাবে ইউনাইটেড।
প্রথমার্ধের স্টপেজ টাইমে রোমেল লুকাকুর আত্মঘাতি গোল থেকে দলকে দারুণভাবে রক্ষা করেন ডি গিয়া। কিন্তু বিরতির পরে তিনি আরো বেশি দক্ষতার পরিচয় দেন।
ম্যাচে ১৪টি শট রক্ষা করে ডি গিয়া টিম কার্লের রেকর্ড স্পর্শ করেছেন। ২০১৩ সালের নভেম্বরে টটেনহ্যামের বিপক্ষে নিউক্যাসলের গোলরক্ষক কার্ল এই রেকর্ড গড়েছিলেন। এছাড়া ২০১৪ সালে ভিটো মানোনে চেলসির বিপক্ষে সান্ডারল্যান্ডের হয়ে একই রেকর্ড গড়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button