খেলা

গোল্ডেন টিকেট : ইতালির বিশ্বকাপের স্বপ্ন পূরণ হচ্ছে!

সেই দিন চোখের জলে মাঠ ছেড়ে ছিলেন ইতালির ফুটবলাররা। ৬০ বছরে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকেট হাতছাড়া হয়েছিল তাদের। সুইডেনের কাছে হেরে স্বপ্ন ভেঙে গিয়েছিল ইতালির। এই বিদায়ে শুধু ইতালি নয়, বিশ্বকাপে খেলা শীর্ষ দলগুলোর তারকারাও কষ্ট পেয়েছিল। ইতালি ছাড়া বিশ্বকাপ যেন সৌন্দর্য্য হারাচ্ছিল। কারণ বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো ইতালির ভক্ত-সমর্থকও কম নয়। তাই তাদের জন্য আশার খবর, বিশ্বকাপের গোল্ডেন টিকেট পেতে পারে ইতালি!
কারণ?
বাছাই-পর্ব পার হয়ে বিশ্বকাপের টিকেট পাওয়া দলগুলোর মধ্যে একটি যদি কোনো ঝামেলার কারণে অংশ নিতে না পারে, তবে ফিফা নিজের পছন্দ মতো যেকোন একটি দলকে সেই জায়গায় পাঠাতে পারবে। এই সুযোগে এবার হয়ত ইতালি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। কারণ চারবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। যোগ্যতার দিক দিয়ে এগিয়ে তারা।
এখন কথা হলো সেই দল কোনটি, জটিলতার কারণে যাদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে খান খান হতে যাচ্ছে।
জানা গেছে সেই দেশটি হলো পেরু। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর হস্তক্ষেপ করেছে সরকার। আর এই বিষয়টা একেবারেই ফিফার নীতিমাল বিরোধী। সেকারণে বিশ্বকাপে খেলার স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে পেরুর জন্য।

ইতালির স্বপ্ন ভাঙার সেই মুহূর্ত

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কংগ্রেসওমেন প্যালোমা নোকেডা চাইছেন ইন্সটিটিউট অব স্পোর্ট যেন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তৃত্ব পায়। আর তাতেই আপত্তি ফিফার।
দক্ষিণ আমেরিকান এ দেশটি নিউজিল্যান্ডকে প্লে অফে হারিয়ে দিয়ে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে যায়। এরপর দেশটিতে সমর্থকরা বেশ ঘটা করে উদযাপনও করে।
সম্ভবত সেই উদযাপনে পানি ঢেলে দিতে যাচ্ছে ফিফা। দলটির বিশ্বকাপে খেলার জন্য বিমানে ওঠাই এখন তাই প্রশ্নের মুখে পড়েছে।
দুই লেগের লড়াইয়ে সুইডেনের বিপক্ষে হেরে গিয়ে বিদায় নিতে হয়েছিল ইতালিকে। জিয়ানলুইজি বুফনের কান্নার সাথে চলতি মাসের শুরুতে যেন কেঁদেছিল গোটা ফুটবল বিশ্ব। সেখানেই শেষ হয়েছিল সব আশা। তবে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে ইতালি। তাদের মতো স্বপ্ন দেখছে আরো দুটি দল- নেদারল্যান্ডস ও চিলি। দেখা যাক, কাদের স্বপ্ন পূরণ করে ফিফা।

পেরুর কষ্টার্জিত সেই জয়, এখন হয়ত বিফলে যাবে…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button